তথ্যপ্রযুক্তি ডেস্ক:
শেষ হতে চলেছে ২০২২ সাল। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। নতুন বছর নিয়ে সকলেই উচ্ছ্বসিত। কবে কোন উৎসব পড়েছে এবং কবে কবে সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটবে, তা নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। জানুন ২০২৩ সালে কয়টি সূর্য ও চন্দ্রগ্রহণ হবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সালে মোট চারটি গ্রহণ ঘটবে। এর মধ্যে দুইটি সূর্যগ্রহণ এবং দুইটি চন্দ্রগ্রহণ।
বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায়। শেষ হবে দুপুর ১টায়। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।
হবে।
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে।
অল নিউজ ২৪ বিডি ডটকম/ মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩, ১৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ